ছবি: সংগৃহীত
মসজিদের ভেতর ৯ বছরের এক শিশুকে বলাৎকারের দায়ে নাজমুল ইসলাম (২৭) নামের এক মুয়াজ্জিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রবিবার (২৭শে এপ্রিল ২০২৫) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত নাজমুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের ঘুষিপাড়ার সেলিম উদ্দিনের ছেলে। তিনি এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন এবং ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত আরবি শিক্ষা কার্যক্রমের শিক্ষক ছিলেন। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং ওই মসজিদে আরবি শিক্ষা কার্যক্রমের ছাত্র ছিল।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ই মে জীবননগরের একটি মসজিদে ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকার করেন নাজমুল ইসলাম। ঘটনার পর শিশুটির পরিবার মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা জীবননগর থানার তৎকালীন এসআই শাহ আলী মিয়া তদন্ত শেষে একই বছরের ৩০শে জুন আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে নাজমুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। আদায়কৃত অর্থ ভুক্তভোগী শিশুর কল্যাণে ব্যয় করা হবে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।