আপডেট নিউজ: ২০২৫ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও দোয়ার বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পরে তার শুভেচ্ছা ও দোয়ার বার্তায় তিনি শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত ও শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় যে সকল শিক্ষার্থী কৃতকার্য হয়েছো—তোমাদের এই অর্জন তোমাদের নিষ্ঠা, অধ্যবসায়, ত্যাগ এবং ধৈর্যের ফল। তোমাদের এই সফলতার পেছনে রয়েছে অভিভাবকদের দোয়া, শিক্ষকদের পথনির্দেশনা এবং সর্বোপরি মহান আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ। পবিত্র কুরআনে আল্লাহ বলেন—
“আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেন, যারা ঈমান আনে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে।” (সূরা মুজাদালা: ১১)
তোমাদের এই সাফল্য শুধু দুনিয়াবি গৌরব নয়, বরং আখিরাতের পথেও এক নতুন সূচনা। ইসলাম জ্ঞানকে আলোর বাতিঘর হিসেবে চিহ্নিত করেছে, আর সেই আলো ছড়িয়ে দিতে তোমাদের দায়িত্ব আজ আরও বেড়ে গেছে। তোমরা যেন ইলমকে দীন ও দুনিয়ার কল্যাণে কাজে লাগাও—এই কামনায় আমি দোয়া করি।
প্রিয় শিক্ষার্থীরা, সফলতা কখনোই গন্তব্য নয়, এটি একটি নতুন যাত্রার সূচনা। এসএসসি বা দাখিল পাস করাই শেষ নয়; বরং এই সাফল্য যেন তোমাদেরকে আরও বিনয়ী, দায়িত্বশীল ও সৎ পথে চলার অনুপ্রেরণা দেয়। মনে রেখো—সফল মানুষ সেই, যে নিজের অর্জনকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করে।
আমি এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং পরিশ্রমী অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁদের নিরলস প্রচেষ্টায় আমাদের ছেলেমেয়েরা আজ এ সাফল্য অর্জন করেছে।
পরিশেষে, আমি মহান আল্লাহর দরবারে দোয়া করি— “হে আল্লাহ! আমাদের সন্তানদের দীন ও দুনিয়ার শিক্ষায় পারদর্শী করে তুলুন, তাদের নেক আমল করার তাওফিক দিন এবং তাদের মাধ্যমে সমাজ ও জাতি হেদায়াতের আলোতে উদ্ভাসিত হোক।” আমিন।