আপডেট নিউজ: জামায়াতে ইসলামীর ঘোষিত ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করতে বরিশাল জেলা যুব বিভাগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং জেলা যুব বিভাগের সভাপতি নুরুল হক সোহরাব। পরিচালনা করেন জেলা যুব বিভাগের সেক্রেটারি আসাদুজ্জামান সবুজ।
বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন এবং জেলা অফিস সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান সিকদার।
সভায় উপস্থিত ছিলেন মেহেন্দীগঞ্জ থেকে আক্তার হোসেন ও শফিকুল ইসলাম, হিজলা থেকে ইয়াসিন হেলাল, কাজিরহাট থেকে মাষ্টার মামুন হোসাইন ও মাষ্টার জামাল উদ্দিন, মুলাদী থেকে অধ্যাপক দিদারুল ইসলাম, বাবুগঞ্জ থেকে মাষ্টার নোমান হোসাইন ও ফাইজুল হক সোহাগ, উজিরপুর থেকে মাওলানা মাইন উদ্দিন ও হাফেজ শাহাদাত হোসাইন, আগৈলঝাড়া থেকে ইমাম হোসাইন ও নাজমুল ইসলাম, গৌরনদী থেকে নাসির, বানারীপাড়া থেকে মাসুম এবং বাকেরগঞ্জ থেকে মেহেদী হাসান শাওন ও হাসিবুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে নুরুল হক সোহরাব বলেন, জামায়াতে ইসলামীর ঘোষিত সাত দফা আজ দেশের জনগণের প্রাণের দাবি। শহীদ পরিবার, আহত নেতাকর্মী, নির্যাতিত জনগণ ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের প্রতিফলন রয়েছে এই দাবিতে। এই সাত দফা বাস্তবায়ন হলেই একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা সম্ভব। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এই দাবি মানতে বাধ্য করতে হবে।
তিনি আরও বলেন, বরিশালের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন থেকে সর্বোচ্চ সংখ্যক যুবকদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত করতে হবে। এ সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণদাবির এক অভূতপূর্ব মঞ্চ।
সভায় যুবকদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে বিস্তারিত সাংগঠনিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।