আপডেট নিউজ : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে তান্ডব ও নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং গণহত্যায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতয়ালী থানা শাখা। মঙ্গলবার বিকেলে নগরীর চাঁদমারী থেকে বিশাল এক মিছিল বান্দরোড, সদর রোড হয়ে ফজলুল হক এভিনিউতে সমাবেশস্থলে যায়। এতে নেতৃত্ব দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতয়ালী থানা সভাপতি মাহমুদুল হাসান কামাল, পেশাজীবী থানার নায়েবে আমির মাওলানা ওলিউর রহমান, শ্রমিক কল্যাণ কোতয়ালী থানা শাখার সহ সভাপতি মাহাদী হোসাইন ও আবু জাফর, থানা সেক্রেটারি সেলিম হাওলাদার, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মুহম্মদ আব্দুল কুদ্দুস, পেশাজীবী ওয়ার্ডের সেক্রেটারি আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দীন বাবর।
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মোহাম্মদ আতিকুল্লাহ, ইসলামি ছাত্রশিবির বরিশাল মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন ও বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, মাওলানা শহিদুল ইসলাম, কাউনিয়া থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, পেশাজীবি বিভাগ সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন, উলামা বিভাগের সভাপতি মাওলানা সোহরাব হোসেন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার গীর্জামহল্লাসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে জেলখানা মোরে এসে শেষ হয়।