বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ছবি: সংগৃহীত!

দীর্ঘদিন ধরে কলুষ, বিভাজন ও সংঘাতে জর্জরিত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন- যেন এক অন্তহীন অস্থিরতার পথচিত্র। দলাদলি, মতপার্থক্য, ক্ষমতার দ্বন্দ্ব- এসবের চাপা আগুনে পুড়ে এসেছে সাধারণ মানুষের স্বপ্ন। ঠিক এমন সময়েই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এক অদ্ভুত নীরবতা সৃষ্টি করেছে- যে নীরবতার ভেতর জেগে উঠেছে একটি বড় সত্য, একটি মানবিক অনুভূতি।

অসুস্থতার মতো একটি ব্যক্তিগত দুঃসময়ই কখনো কখনো জাতির জন্য হয়ে ওঠে এক অদৃশ্য আয়না- যেখানে আমরা নিজেদের হারানো মানবিকতার মুখোমুখি হই। বেগম জিয়ার অসুস্থতার খবরে বহুদিন ধরে মুখ ফেরানো বিভিন্ন। রাজনৈতিক দলের ভেতর দেখা দিয়েছে এক অপ্রত্যাশিত নরম স্রোত। পারস্পরিক বিরোধ, কঠোর ভাষা, অবিশ্বাস- সব কিছুর ওপরে উঠে যেন একটুখানি সহমর্মিতার বাতাস বইতে শুরু করেছে।

এই মুহূর্তে রাজনীতি নয়- একজন মানুষ, একজন মা, একজন বয়োজ্যেষ্ঠ নাগরিককে কেন্দ্র করে অনেকে একত্রিত হচ্ছেন। বিরোধী মতাদর্শকে ছাপিয়ে মানবিকতার আহ্বানে সাড়া দিচ্ছেন সবাই। রাজনীতির মঞ্চে বহুদিন পর এমন একটি সংহতির দৃশ্য দেখে সাধারণ মানুষও বিস্ময়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে- বহু বিভক্ত বাংলাদেশের বুকজুড়ে যেন প্রথমবারের মতো বয়ে যাচ্ছে ঐক্যের একটি নরম হাওয়া।

বাংলাদেশ বহু দশক ধরে নানা চড়াই-উতরাই পেরিয়েছে। রক্তক্ষয়ী সংঘাত, রাজনৈতিক প্রতিহিংসা, অবিশ্বাস- এসবই যেন আমাদের জাতিগত দুর্ভাগ্য। কিন্তু ইতিহাস সাক্ষী- সংকটের মুহূর্তেই জাতি বহুবার এক হয়েছে। আজ বেগম জিয়া, তাঁর অসুস্থতা, তাঁর মানবিক অবস্থা- অবিশ্বাস্যভাবে সেই হারানো ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

হয়তো এটি রাজনৈতিক সমীকরণের পরিবর্তন নয়- বরং এটি হৃদয়ের পরিবর্তন। হয়তো এটি ক্ষমতার হিসাব নয়- বরং মানবিকতার স্মরণ। হয়তো এটি ক্ষণস্থায়ী অনুভূতি- কিন্তু এর সামান্য স্পর্শও দেশের জন্য একটি নতুন বার্তা বয়ে আনতে পারে।

রাজনৈতিক বিশৃঙ্খলার দীর্ঘ অন্ধকারে যে সামান্য আলোকরেখা ফুটে ওঠে- সেটিই হয়তো আশা। আজকের এই ঐক্যের শুরুটুকু যেন শুধুই ব্যক্তিকে কেন্দ্র করে না থেকে দেশের সামগ্রিক শান্তি, স্থিতি ও উন্নতির পথে একটি নতুন বীজ রোপণের মতো হয়ে ওঠে।হয়তো আমরা সবাই ভেতরে ভেতরে এমন একটি বাংলাদেশই চাই- যেখানে মানবিকতা রাজনীতিকে জয় করে, মতভেদ দূরে সরিয়ে দেশের স্বার্থ বড় হয়ে দাঁড়ায়।
যেখানে অসুস্থতা নয়- সুস্থ গণতান্ত্রিক চিন্তাধারাই আমাদের একত্র করে।বেগম জিয়ার দ্রুত সুস্থতা আমরা সবাই কামনা করি। এবং আরও বড় কামনা- এই সদ্য দেখা দেওয়া ঐক্যের সুবাতাস যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থায়ী হোক। যেনো আজকের এই মানবিক সমঝোতা পথ দেখায় আগামী দিনের শান্তিপূর্ণ, পরিণত, দায়িত্বশীল বাংলাদেশের।

কলাম লেখক- সমাজ চিন্তক মোজাম্মেল হোসেন মোহন