নিজস্ব প্রতিবেদক:: বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”–এর গারুড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে, এবং অ্যাডভোকেট রাজিব দও, সঞ্জয় দত্ত ও ০৪ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রফিকুল ইসলাম সিকদারের সহযোগিতায় পূর্ব খয়রাবাদ এলাকার ব্রিজটি আজ সংস্কার করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পূর্ব খয়রাবাদের এই আয়রন ব্রিজটি স্থানীয় মরহুম আব্দুল ওহাব খানের উদ্যোগে নির্মিত হলেও দীর্ঘদিনের অবহেলা, অযত্ন ও সময়ের ক্ষয়ে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পাটাতন ভেঙে যাওয়ায় পরবর্তীতে কাঠ ও গাছের টুকরা দিয়ে সাময়িকভাবে মেরামত করা হয়। কিন্তু বহুদিন অতিবাহিত হওয়ায় সেই কাঠও ভেঙে পড়ে, ফাঁকা স্থানে ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে ছোট স্কুলপড়ুয়া ছেলে–মেয়েরা প্রতিদিন ব্রিজ পার হতে গিয়ে অত্যন্ত সমস্যায় পড়ছিল।
স্থানীয় জনসাধারণ বিষয়টি সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জের দৃষ্টিগোচর করলে, গারুড়িয়া ইউনিয়ন শাখা দ্রুত উদ্যোগ নেয় এবং ব্রিজটির সংস্কারকাজ সম্পন্ন করে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটায়।এমন মহৎ ও মানবিক কার্যক্রমের সংবাদ জানার সাথে সাথেই গর্বের বাকেরগঞ্জ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, গারুড়িয়া ইউনিয়ন শাখার শাখা কমিটির শ্রী পিন্টু চন্দ্র রায়, মোঃ সিরাজুল মীরা, কে.এম. সাইফুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।