গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: শীতের তীব্রতা মোকাবিলায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আল হেলাল একাডেমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাব-এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল হেলাল একাডেমির সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হক নিরু, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক পলাশ তালুকদার, সাংবাদিক নিলয় হাওলাদার, মোঃ আনাম হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ ধরনের মানবিক উদ্যোগ শীতকালে অসহায় মানুষের জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।