বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা ডিসেম্বর/২৫ মাসে বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় বরিশাল জেলা পুলিশ সুপারের দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম তাকে এ সম্মাননা প্রদান করেন।
ওসি কে এম সোহেল রানা বলেন, বাকেরগঞ্জ থানায় যোগদান করে তিনি আইন শৃঙ্খলা রক্ষায় সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। যে কারণে ভালো পারফরমেন্সের জন্য ডিসেম্বর মাসে তিনি বরিশাল জেলায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।