বরিশাল ব্যুরো:: শাওন, আলভি, তানভীর ও আলিফ তারা সবাই শিক্ষার্থী। শুধু তাই নয় তারা চারজন সম্পর্কে বন্ধু। তাদের স্বপ্ন ছিল বহু। তবে অল্প বয়সেই ধনী হতে গিয়ে জীবনের ক্যারিয়ার নষ্ট করে ফেললেন। কথাগুলো বললেন এক সচেতন নাগরিক।মঙ্গলবার গভীর রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা এবং টাকা তৈরির সরঞ্জামসহ চার কিশোরকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকার ঝাউতলা ৩য় গলির শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভি (১৮), ভাটিখানা এলাকার তানভীর (১৮) ও আলিফ (১৬)। তারা সবাই শিক্ষার্থী।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা পুলিশ সদস্যদের সূত্রে জানা যায়, রাতে শহরের বগুড়া রোড এলাকার বেলালের চায়ের দোকানে ১০০ টাকার একটি নোট দিয়ে শাওন ও আলিফ নামে দুই কিশোর সিগারেট ক্রয় করেন। তখন দোকানদারের বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তা নেন।

বগুড়া রোডের বাসিন্দা মুন্না বলেন, দোকানদার তাদের কাছে নোটটি দেখালে সন্দেহ হয়। এসময় তিনি ওই কিশোরের শরীর তল্লাশি করে ১০০ টাকার আরও সাতটি নোট পান। পরবর্তীতে তারা গোয়েন্দা পুলিশের কাছে ওই দুই কিশোরকে তুলে দেন।

গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ফিরোজ জানান, বগুড়া রোডের কয়েকজন বাসিন্দা ওই দুই কিশোরকে জাল টাকাসহ আটক করে তাদের হেফাজতে দেন। তিনি আরও বলেন, পরবর্তীতে কিশোর শাওনের দেওয়া তথ্যমতে প্রথমে ভাটিখানা কাজী মসজিদ সংলগ্ন একটি ভবনের নিচতলায় তানভীরের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকার ১০০ ও ৫০ টাকার নোট উদ্ধার করা হয়।

এ সময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়। তানভীরের দেওয়া তথ্যে নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলভিকে গ্রেপ্তার করা হয়।গোয়েন্দা পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।