পাথরঘাটা প্রতিনিধি:: দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় বাধা প্রদান এবং নারী কর্মীদের হেনস্থার অভিযোগ তুলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা মহিলা বিভাগ।মঙ্গলবার সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রায় ৩০ জন নারী উপস্থিত ছিলেন।

তিনি অভিযোগ করেন, বরগুনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানাতে গিয়ে বিভিন্ন এলাকায় নারী কর্মীরা বিএনপি ও ধানের শীষের সমর্থকদের বাধা, গালিগালাজ, হুমকি ও হেনস্থার শিকার হয়েছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২২ জানুয়ারি পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া এলাকায় প্রচারণাকালে কয়েকজন নারী কর্মীর পথরোধ করে অশালীন ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। একই দিনে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকের দাওয়াত দিতে গেলে এক নারী কর্মীকে হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে তার বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়।এছাড়া ২৬ জানুয়ারি নাচনাপাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ড ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে পৃথক দুটি ঘটনায় নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া, হেনস্থা করা এবং ভিডিও ধারণে বাধা দেওয়ার অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ইরানী আক্তার বলেন, আমরা পর্দানশীল মা-বোনেরা শান্তিপূর্ণভাবে আমাদের মত প্রকাশ ও নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে যেভাবে হেনস্থার শিকার হচ্ছি, তা গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী।

তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে ন্যায়বিচারের দাবি জানান তিনি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।