বগুড়া প্রতিনিধি:: বগুড়ায় দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় ও অফিস উদ্বোধন করায় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন আলমের বাড়িতে আগুন দিয়েছে দুর্বত্তরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবগত রাতে জেলার গাবতলীর নেপালতলী ইউনিয়নের বুরুজবাজারে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, মঙ্গলবার দিনভর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে নেপালতলী ইউনিয়নে বুজরু বাজার কদমতলী এলাকায় গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। রাত আড়াইটার দিকে ইউনিয়ন জামায়াতেরে সেক্রেটারি আলমের বসত বাড়িতে আগুন দেয় দুর্বত্তরা। আগুনে বসতবাড়ি ভস্মীভূত হয়। আগুন দেখে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানা পুলিশ জানায়, আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন আলম বলেন, ‘মঙ্গলবার দিনভর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে নেপালতলী ইউনিয়নে বুজরু বাজার কদমতলী এলাকায় ব্যাপক গণসংযোগ করার পর রাতেই আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে।’
বগুড়া-৭ আসনে জামায়াতের নির্বাচনী পরিচালক মাওলানা আব্দুল হাকিম সরকার বলেন, ‘আমরা প্রশাসনকে জানিয়েছি। কাউকে অভিযুক্ত করতে চাইনা। তবে আমাদের কর্মী ও নারী ভোটাদের হয়রানি করা হচ্ছে। আমরা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আশা করি।’