স্টাফ রিপোর্টার:: বাকেরগঞ্জের পূর্ব বাদলপাড়া দাখিল মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক নেগাবান আব্দুল আলীম (হালিম নেগাবান)কে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৮ জানুয়ারী বুধবার সকাল ১০টা মাদ্রাসা প্রাঙ্গনে এই অনুষ্ঠানে অংশনেন মাদরাসার শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক, কমিটির সদস্যবৃন্দ ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম রিপন। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার শিক্ষানুরাগী সদস্য আব্দুল হালিম মন্টু এবং দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ সাংবাদিকনেতা মোঃ মামুন-অর-রশিদ। সভাপতি ছিলেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবু হানিফ তালুকদার।
বিদায় সংবর্ধনা উপলক্ষে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা হয়। তাছাড়া মেধাতালিকা অনুযায়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হালিম নেগাবান একজন আদর্শ শিক্ষক। প্রতিষ্ঠানের উন্নয়নে তার ভূমিকা অনস্বীকার্য। বিধি অনুযায়ী তাকে বিদায় দিতে হচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানে তার শুন্যতা অপূরণীয়। পরিশেষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদান, বিদায়ী শিক্ষককে মাল্যদান ও মানপত্র প্রদান এবং সকল শিক্ষার্থীদেরকে কমন পুরস্কার প্রদান করা হয়।