বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ এর নবনির্বাচিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বেলা ২ টায় জিয়া উদ্যানে খালেদা জিয়া স্মৃতি সংসদ এর নবনির্বাচিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংগঠনের প্রধান উপদেষ্টা বেগম সেলিমা রহমান বলেন, বেগম খালেদা জিয়া একজন অবিসংবাদিত নেতা ছিলেন। এদেশের মাটি ও মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। মৃত্যুর পর তার জানাজায় কোটি মানুষের উপস্থিতি প্রমাণ দিয়েছে এদেশের মানুষ তাকে কতটা ভালবাসে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা নিবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।শ্রদ্ধা নিবেদনকালে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, সদস্য সচিব সাইফ মাহমুদ জুয়েল, মুখ্য সমন্বয়ক ও সংগঠক ড.কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম-আহবায়ক ডাঃ এবি সিদ্দিক হাওলাদার, ড. এ এস এম রহমান হালিম তনু, জাহাঙ্গীর আলম, জেএম আনিসুর রহমান, টি এম জহিরুল হক তুহিন, ডাক্তার নাজলিন আহমেদ, ডাঃ জোনায়েদ পাটোয়ারী, মিসেস রত্না রহমান, মোহাম্মদ শামীম মিয়া, ডাঃ আমজাদ হোসেন, মিসেস নিপা আক্তার, মিসেস কাবেরী বেগম, বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানী, সোলায়মান তালুকদার, মোঃ সোলায়মান হাওলাদার প্রমুখ।