বরিশাল ব্যুরো:: বরিশাল নগরীর ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর ১৯টি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক এস এম শরিয়াতুল্লাহর নেতৃত্বে চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।অভিযানে ৬টি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করার সময় ম্যানেজার পালিয়ে যাওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং তিনটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে তলব করা হয়েছে।
জরিমানা ধার্য করা প্রতিষ্ঠানগুলো হলো, বগুড়া রোডের বরিশাল মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ডক্টরস ল্যাব, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত হেলথ এইড এবং শাপলা ডায়াগনস্টিক সেন্টার।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. কামরুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র না থাকায় এ ৬টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়। পাশাপাশি অভিযানের সময় পালিয়ে যাওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। এর বাইরে কিছু ডায়াগনস্টিক সেন্টারকে আগামী ১৫ দিনের মধ্যে সকল কাগজপত্র হালনাগাদ করে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।