আপডেট নিউজ : বরিশাল নগরীর রুপাতলীস্থ জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৮৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী৷
বরিশাল নগরীর রুপাতলীস্থ ‘রুপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুচিত্রা বিশ্বাস এবং রুপাতলী জাগুয়া কলেজের অধ্যক্ষ মো: হানিফ হোসেন তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফিরোজ আলম গাজী সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করেছে।