আপডেট নিউজ ডেস্ক:: ৩টি দল দেশটাকে লুটেপুটে খেয়েছে, এবার দাঁড়িপাল্লার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরোয়ার।

শনিবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত সংসদ প্রার্থী মো. শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, দেশ স্বাধীনের পর ৫৪ বছর ৩টি দল দেশটাকে লুটেপটে খেয়েছে, এবার শান্ত হও এবং দাঁড়িপাল্লা দেশ চালাবার সুযোগ দাও। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা হ্যাঁ ভোট এবং দাঁড়িপাল্লায় ভোট দিবেন।

জামায়াত নেতা আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদ, এত মানুষের রক্ত, আহত ও মানুষে স্বপ্ন ভুলুন্ঠিত হতে দেওয়া যাবে না। গ্রামে গ্রামে এখন দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। সেই জোয়ার দেখে আমাদের বন্ধুদের মাথা এলোমেলো হয়ে গেছে। কোন এলোমেলোতে কাজ হবে না। এখন তারা আবার না ভোটের কথা বলে বেড়ায়।

মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, ‘আপনারা জানেন ঘুরে ফিরে ৩টি দল দেশ চালিয়ে পরীক্ষিত। এখানে অনেক দলের লোক আছেন, আমার বক্তব্য শুনছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তাদের দলের নেতারা কি বলতে পারবে তাদের শাসন আমলে দুর্নীতি করেননি। তারা এদেশে ভিন্ন মতের লোকদের দমন পীড়ন করেছেন, বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন। পাশাপাশি এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছেন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। চাঁদপুর শহর জামায়াত আমির এড. মো. শাহজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ দাঁড়িপাল্লা প্রতিক প্রার্থী মো. শাহজাহানা মিয়া, চাঁদপুর-৪ দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থী ও জেলা জামায়াত আমির মাও. বিল্লাল হোসেন মিয়াজী, কুমিল্লা অঞ্চলের নির্বাচনী টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়াসহ আরও অনেকে।অনুষ্ঠানে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন, সদর উপজেলা জামায়াত আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী ও সেক্রেটারি মো. জোবায়ের হোসেন খান।