ভোলা প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে গণসংযোগে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের পক্ষে নেতাকর্মীরা গণসংযোগ করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা প্রচারণায় বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়।একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।তবে জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে তাদের অন্তত ২০ জনকে আহত করেছে।অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াত বিনা কারণে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়েছে।
ভোলার সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিত রায় সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও নৌবাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে ঘটনার বিচার দাবিতে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।