শাকিল হোসেন:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের তাল্লুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় লালমিয়া( ৫৫) নামে এক অটোচালক ঋণের চাপ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার ভোরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত লালমিয়া উপজেলার তাল্লুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় মৃত নালু মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে নিহত লালমিয়া পেশায় অটোরিকশা চালক। সে অনেক ঋণগ্রস্ত ছিলেন। ঋণের কারণে সে সবসময় হতাশাগ্রস্ত ছিলেন।প্রতিদিনের মতো ভোরবেলা রিক্সা নিয়ে বের না হওয়ায় পরিবারের লোকজন ডাকাডাকি করেন।দীর্ঘ সময় দরজা না খোলায় পরে দরজার ফাঁকা দিয়ে দেখেন লাল মিয়া ঘরের আড়ার সাথে ঝুলে আছেন। কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক সাইদুল ইসলাম।