Photo Card
Preview
![Preview will appear here]()
মোহাম্মদ এমরান এর কবিতা “আজ বৃষ্টি হবে”
"আজ বৃষ্টি হবে" মোহাম্মদ এমরান আজ হৃদয়জুড়ে বৃষ্টি হবে, তুমি ভিজতে জেওনা যেনো! আজ বৃষ্টিতে সব ডুবে যাবে, তুমি ডুবতে যেওনা যেনো! আজ বৃষ্টিরা সব আকাশ ছোঁবে, তুমি ছুঁতে যেওনা যেনো! আজ বৃষ্টিরা সব মেঘে হারাবে, তুমি হারাতে যেওনা যেনো! আজ বৃষ্টিরা সব উঁড়িয়ে নিবে, তুমি উঁড়তে যেওনা যেনো! আজ বৃষ্টিরা সব বাতাস দেখবে, তুমি দেখতে যেওনা যেনো! আজ বৃষ্টিরা সব বৃষ্টির জলে- সাঁতার কাটবে, তুমি কাটতে যেওনা যেনো! আজ হৃদয় জুড়ে, আকাশ ফুঁড়ে বায়ুর তোড়ে, বন-বাঁধারে পথ হারাতে, একলা হতে বৃষ্টি হবে তুমি একলা হইওনা যেনো! ১৮/০৬/২০২০
১০
“আজ বৃষ্টি হবে”
মোহাম্মদ এমরান
আজ হৃদয়জুড়ে বৃষ্টি হবে,
তুমি ভিজতে জেওনা যেনো!
আজ বৃষ্টিতে সব ডুবে যাবে,
তুমি ডুবতে যেওনা যেনো!
আজ বৃষ্টিরা সব আকাশ ছোঁবে,
তুমি ছুঁতে যেওনা যেনো!
আজ বৃষ্টিরা সব মেঘে হারাবে,
তুমি হারাতে যেওনা যেনো!
আজ বৃষ্টিরা সব উঁড়িয়ে নিবে,
তুমি উঁড়তে যেওনা যেনো!
আজ বৃষ্টিরা সব বাতাস দেখবে,
তুমি দেখতে যেওনা যেনো!
আজ বৃষ্টিরা সব বৃষ্টির জলে-
সাঁতার কাটবে,
তুমি কাটতে যেওনা যেনো!
আজ হৃদয় জুড়ে, আকাশ ফুঁড়ে
বায়ুর তোড়ে, বন-বাঁধারে
পথ হারাতে, একলা হতে
বৃষ্টি হবে
তুমি একলা হইওনা যেনো!
১৮/০৬/২০২০