১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাধীনতা দিবস পালন

আপডেট: মার্চ ২৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতাল। ডেন্টাল ও ফিজিও থেরাপীর ফ্রি ক্যাম্প, ডায়গনস্টিক পরীক্ষা-নীরিক্ষায় বিশেষ ছাড়, আলোচনা সভা ও দোয়া মাহফিল করে দিবসটি পালন করা হয়। ২৬ মার্চ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলে এসব কার্যক্রম।
দুপুৃর ১২ টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতি ছিলেন বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. ইসতিয়াক হোসেন। বক্তব্য রাখেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আবদুল কুদ্দুস, আরএমও ডা. পারভেজ রেজা, প্রশাসনিক কর্মকর্তা আশিকুল হায়দার। স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন ল্যাব ইনচার্জ কবি ঈমাম হাসান বাবলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় ইনচার্জ (আরসিসি) মোঃ মামুন-অর-রশিদ। দোয়া মোনাজাত পরিচালনা করেন স্টোর ইনচার্জ মাওলানা ওলিউর রহমান। ক্যাম্প ও সার্বিক কার্যক্রম পরিচালনা করেন মার্কেটিং বিভাগের ইনচার্জ মো. জাকির হোসেন এবং মার্কেটিং অফিসার আনিছুর রহমান ও ওয়ার্ড মাস্টার গোলাম আজম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network