আপডেট: ডিসেম্বর ৬, ২০২৫
রিপোর্ট অলিউল্লাহ:: বাকেরগঞ্জে সূচনা হলো নতুন অনলাইন নিউজ পোর্টাল “বাকেরগঞ্জ দর্পণ”। শুক্রবার (৫ ডিসেম্বর – ২০২৫) বিকেল ৪টায় ঢাকার যাত্রাবাড়ীতে কার্যালয়ে এ নিউজ পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
“বাকেরগঞ্জ দর্পণ” অনলাইন নিউজ পোর্টালের পৃষ্ঠ পোষকতা রয়েছেন, প্রধান প্রকাশক ও সম্পাদক মোজাম্মেল হোসেন মোহন, ব্যবস্থাপনা সম্পাদক প্রকৌশলী মাসুদ খান, নির্বাহী সম্পাদক ইমরান হোসেন কামাল, নির্বাহী সম্পাদক শাহিন মিরা, নির্বাহী সম্পাদক জহিরুল ইসলাম, বার্তা সম্পাদক অলিউল্লাহ খান, সহঃ বার্তা সম্পাদক খান মেহেদী!

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।
নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক মোজাম্মেল হোসেন মোহন, বলেন, “অঞ্চলের সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও অর্জনকে তুলে ধরার অঙ্গীকার নিয়েই আমাদের এই উদ্যোগ। আশা করি, সবার সহযোগিতা নিয়ে “সত্যের প্রতিচ্ছবি” স্লোগানকে ধারণ করে “বাকেরগঞ্জ দর্পণ” হয়ে উঠতে পারব।
নিউজ পোর্টালের বার্তা সম্পাদক অলিউল্লাহ খান বলেন “বাকেরগঞ্জ দর্পণ” জনসাধারণের কথা তুলে ধরতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বদ্ধপরিকর।

