২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬ বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ছাই দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান হিজলা-মেহেন্দিগঞ্জের প্রান্তিক ভোটাররা ঝুঁকছেন দাঁড়িপাল্লার দিকে বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা: ডা. শফিকুর রহমান গৌরনদী বার্থী ইউনিয়নে জহির উদ্দিন স্বপনের ব্যাপক গণসংযোগ বাকেরগঞ্জের ইউএনও, সার্কেল এএসপি ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের প্রত্যাহারের দাবি

অন্তত ২ হাজার শিশুর মৃত্যু হয়েছে গাজায়

আপডেট: অক্টোবর ২৪, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর গত ১৭ দিনের যুদ্ধে গাজায় মৃত্যু হয়েছে অন্তত ২ হাজার শিশুর। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা সেভ দ্য চিল্ডরেন সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
পাশাপাশি গাজা উপত্যকায় শিগগিরই যুদ্ধবিরতি ঘোষণার আহ্বানও জানিয়েছে শিশুদের অধিকার ও নিরাপত্তা বিষয়ক এই সংস্থাটি।

সোমবার এক বিবৃতিতে সেভ দ্য চিল্ডরেনের পক্ষ থেকে বলা হয়, ‘ইসরায়েলের বিমান অভিযানের জেরে গাজা নির্বিচারে হতাহত হচ্ছে শিশুরা। এ পর্যন্ত সেখানে অন্তত ২ হাজার শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েক হাজার।’

আমরা এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে গাজায় শিগগিরই যুদ্ধ বিরতির আহ্বান জানাচ্ছি এবং প্রত্যাশা করছি, শিশুদের নিরাপত্তার ব্যাপারটি বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায় এ ব্যাপারে আরও তৎপর হবে।’

সেভ দ্য চিল্ডরেনের বিবৃতিতে আরও বলা হয়েছে, গত চলমান এই যুদ্ধে আক্ষরিক অর্থেই ‘ফাঁদে পড়েছে’ গাজা উপত্যকার ১০ লাখেরও বেশি শিশু। কারণ উপত্যকায় এমন কোনো স্থান নেই— যেখানে তারা নিরাপদ বোধ করতে পারে। এই পরিস্থিতিতে চিকিৎসা উপকরণ ও বিদ্যুত সরবরাহ বন্ধ থাকে, সেক্ষেত্রে উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে বলে সতর্কবার্তাও দিয়েছে আন্তর্জাতিক এই এনজিও।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানিয়েছেন, ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৫ হাজার ৮৭ জন। নিহতদের মধ্যে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা ২ হাজার ৫৫ জন এবং নারী রয়েছেন ১ হাজার ১১৯ জন।

বিমান বাহিনীর হামলা ও জ্বালানি ঢুকতে না পারার কারণে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে উল্লেখ করে কুদরা বলেন, ‘ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা।’

সূত্র : সিএএন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network