আপডেট: নভেম্বর ৪, ২০২৩
বরগুনা প্রতিনিধি:: বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী বাজার থেকে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে, শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, আমতলী উপজেলার খেকুয়ানী বাজার এলাকার মঞ্জু বেগম, সবুজ মৃধা ও সাকিবুল হাসান ঢাকা থেকে তিন কেজি গাঁজা নিয়ে খেকুয়ানী আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ শুক্রবার রাতে খেকুয়ানী বাজারে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।পরে তাদের তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় আমতলী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। শনিবার তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, তিন কেজি গাঁজাসহ গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

