২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

এবার ১২ দিনে পাঠ্যবই বিতরণ

আপডেট: ডিসেম্বর ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

শিক্ষামন্ত্রী বলেন, ‘বছরের প্রথম দিন সারা দেশে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান বই উৎসবে অংশ নেয়। এটি একটি বড় উৎসবে পরিণত হয়েছে। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার কথা ভেবে এবার একই দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেবো না। কারণ জনসমাবেশ কিছুতেই আমরা করতে পারি না।’শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য আমরা তিন দিন করে সময় দিতে চাইছি। অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১২ দিনে আমরা বই বিতরণ করবো। একেকটি ক্লাসের শিক্ষার্থীরা তিন দিনে আসবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বলে দেবে এত থেকে এত পর্যন্ত তোমরা এসো। সে রকম একটি ব্যবস্থা করে একই ক্লাসের শিক্ষার্থীরা তিন দিনে ভাগে ভাগে এসে বইগুলো নিয়ে যাবে। ’প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘৩১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে প্রস্তুতি সম্পন্ন করেছি। বই বিতরণে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে আমি সবাইকে আহ্বান জানাই। এবার প্রাথমিক স্তরে প্রায় তিন কোটি বই বিতরণ করা হবে।’প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ ডিসেম্বরবই বিতরণ উৎসবের উদ্বোধন করবেন। এরপর দিন থেকে বই দেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network