২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কালকিনিতে ১৪৪ ধারা ভঙ্গ করে মুক্তিযোদ্ধার বাড়ির রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ

আপডেট: মে ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
১৪

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি :  মাদারীপুরের কালকিনিতে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে মুক্তিযোদ্ধার বাড়ির রাস্তা দখল করে পাকা ভবন নির্মান করার অভিযোগ স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধার নাম আবুদর রহমান হাওলাদার। এ ঘটনায় ৯ মে, শনিবার দুপুরে ওই এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

তবে থানা পুলিশ উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। এদিকে মুক্তিযোদ্ধার বাড়ির রাস্তা বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ জনগণ।

মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রহমান হাওলাদার এবং আবদুল হাই হাওলাদর গংদের ১৪৬ নম্বর উত্তর চর রমজানপুর মৌজার বি.আর.এস ১৯৪২ নম্বর খতিয়ানে ৭৮০৪ ও ৭৮০৫ নম্বর দাগে মোট প্রায় ৩০ শতাংশ পৈত্রিক জমি রয়েছে। ওই জমির উপর দিয়ে মুক্তিযোদ্ধার বাড়ির ও জনসাধারনের চলাচলের রাস্তা নির্মান করার জন্য উভয় পক্ষ একটি অঙ্গীকার নামা তৈরি করেন। কিন্তু ওই মুক্তিযোদ্ধা আবুদর রহমান হাওলাদারের বাড়ির রাস্তা বন্ধ করে জোরপূর্বক পাকা ভবন নির্মান কাজ শুরু করেন একই বাড়ির আবদুল হাই হাওলাদর, মো. ইসলাত হোসেন ও ইমারাত হোসেন বাবুসহ বেশ কয়েকজন।

আরো জানা গেছে, ভবন নির্মাণে একাধিকবার বাধা প্রদান করা হলেও প্রভাবশালীরা সে কথা না শুনে ভবনের কাজ চালিয়ে যান। এমতাবস্তায় কোনো উপায়ন্ত না পেয়ে মুক্তিযোদ্ধা আবদুর রহমান হাওলাদার বাদী হয়ে মাদারীপুর কোর্টে একটি ১৪৪ধারা মামলা দায়ের করেন। এর সুত্র মতে আদালত কাউকে ওই জমিতে দখলে না যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের এ নিষেধাজ্ঞাকে অমান্য করে রাতের আধারে আবদুল হাই হাওলাদর, মো. ইসলাত হোসেন ও ইমারাত হোসেন বাবুসহ তার লোকজন নিয়ে ওই জমিতে পাকা ভবনের কাজ চালিয়ে আসছেন। এমনকি মুক্তিযোদ্ধা আবদুর রহমান হাওলাদারের পরিবারকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য একের পর এক হুমকি ধামকি দিয়ে আসছে আবদুল হাই হাওলাদর ও তার লোকজন। এতে করে চড়ম আতঙ্কে রয়েছেন ওই মুক্তিযোদ্ধার পরিবার।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা আবদুর রহমান হাওলাদার বলেন, ‘আমার বাড়ির রাস্তা দখল করে জোরপূর্বক পাকা ভবন নির্মাণ করছে আবদুল হাই হাওলাদর, মো. ইসলাত হোসেন ও ইমারাত হোসেন বাবুসহ বেশ কয়েকজন প্রভাবশালী। এতে বাধা দিলে আমাকে তারা বিভিন্ন প্রকারের হুমকি দিয়ে আসছেন। আমি কোনো বিচার পাচ্ছিনা।’

অভিযুক্ত আবদুল হাই হাওলাদর বলেন, ‘আমি আমার জায়গায় পাকা ভবন করেছি।’নাম প্রকাশে অনিশ্চুক কয়েকজন স্থানীয় জনগন বলেন, ‘মুক্তিযোদ্ধার বাড়ির রাস্তা বন্ধ করাটা আসলে অন্যায় হয়েছে।’এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে মিলানোর চেষ্টা করেছি। কিন্তু আমাকে কেউ আমার কথা মানছে না।’কালকিনি থানার এএসআই লব কুমার সাহা বলেন, ‘আমি উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নোটিশ জারি করেছি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network