আপডেট: জানুয়ারি ২৮, ২০২৬
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ তৃণমূল পর্যায়ের সহস্রাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি টাউন হলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার হাতে ধানের শীষ তুলে দিয়ে তারা দলে যোগ দেন।
যোগদানকারীদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভুঁইয়া বলেন, “আমার ওপর আপনারা যে আস্থা রেখেছেন, আমি তার প্রতিদান দেব। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমি সবসময় আপনাদের পাশে থাকব।”
মানবিক কল্যাণ সংঘের কেন্দ্রীয় সভাপতি শান্তিময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, প্রবীণ চন্দ্র চাকমা, অনিমেষ চাকমা রিংকু ও কুহেলী দেওয়ান।
সংশ্লিষ্টদের মতে, বিশিষ্টজনদের এই যোগদান জেলার মূলধারার রাজনীতি ও আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।

