২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬

গেইলের তাণ্ডব, কলকাতাকে হেসেখেলে হারাল পাঞ্জাব

আপডেট: অক্টোবর ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সোমবার রাতে শারজাহ স্টেডিয়ামে ব্যাটিংয়ে দারুণ কিছু করে দেখাতে পারল না কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা।

আর সেই টার্গেট হেসেখেলে পার করে দিল প্রীতি জিনতার পাঞ্জাব। মাত্র ২ উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় তারা।

টসে জিতে নাইটদের ব্যাট করতে পাঠায় পাঞ্জাব অধিপতি লোকেশ রাহুল। তার সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ দেন পাঞ্জাব বোলাররা।

শুরুতেই ১০ রানের মধ্যে কেকেআরের ৩ উইকেট তুলে নেন পাঞ্জবের অসি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

ম্যাক্সওয়েলকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে গেইলের ক্যাচে পরিণত হয়ে শুন্যরানে ফেরেন নীতিশ রানা।

পরের ওভারে রাহুল ত্রিপাথিকে ৭ রান ফেরান সামি। একই ওভাবে দীনেশ কার্তিককে  শুন্যরানে আউট করেন এই পেসার।

১০ রানেই গুরুত্বপূর্ণ ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কেকেআর। সেখান থেকে চতুর্থ উইকেটে অধিনায়ক মরগ্যান আর শুভমান গিল ৪৮ বলে ৮১ রানের জুটি গড়েন। দশম ওভারে এসে এই জুটিটি ভাঙেন লেগস্পিনার রবি বিষ্ণু।

২৫ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪০ রান করে আউট হন মরগ্যান। মরগ্যান আউটের পর বাকিদের আসা-যাওয়া দেখতে থাকেন একপ্রান্ত ধরে থাকা শুভমান গিল।

সুনীল নারিনকে ৬ রানে বোল্ড করেন ক্রিস জর্ডান। নাগরকটিও  ৬ রান করে নারিনের পথ ধরেন। দলের সবচেয়ে দামি খেলোয়াড় কামিন্স মাত্র ১ রানে আউট হন। তাকে ফেরান রবি বিষ্ণু। শুভমান গিল আর টিকে থাকে পারেননি। দলীয় ইনিংসের ৯ বল বাকি থাকতে ৪৫ বলে ৩ চার ও ৪ ছক্কার মারে ৫৭ রান করে প্যাভিলিয়নের ফেরেন শুভমান।

শেষদিকে লুকি ফার্গুসন ঝড়ো গতিতে ১৩ বলে ২৪ রানে অপরাজিত থাকলে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রানে থামে কেকেআরের ইনিংস।দেড়শ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে চমৎকার শুরু করে পাঞ্জাব। অধিনায়ক রাহুল ২৫ বলে ২৮ রানের কেমিও ইনিংস খেলে বরুনের বলে আউট হন। ব্যাট হাতে নামেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।

মাঠে নেমেই কেকেআর বোলারদের তুলোধুনো করতে থাকেন।মাত্র ২৯ বলে ৫১ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। এই অর্ধশতক করতে গেইল মারেন ২ চার আর ৫ ছক্কা। জয় থেকে যখন মাত্র ৩ রান দূরে পাঞ্জাব, ফার্গুসনের বলে আউট হয়ে যান।ম্যাচে গেইলের পাশাপাশি ব্যাট চালিয়ে গেছেন ওপেনার মানদ্বীপ সিংও। ৫৬ বলে ৬৬ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। ফলে ৮ উইকেট আর ৭ বল হাতে রেখে কেকেআরের দেয়া লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।এই জয়ের পর টানা পাঁচ জয়ে এখন প্লে-অফ নিশ্চিতের কাছাকাছি পাঞ্জাব। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে লোকেশ রাহুলের দল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network