২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

চুয়াডাঙ্গা পুনাকের উদ্যোগে নারী ও শিশুদের জন্য কুরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

             ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে নারী ও শিশুদের জন্য কুরআন শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা পুনাকের অফিস কক্ষে শনিবার (১৩ই জানুয়ারি ২০২৪ খ্রি.) সকাল সাড়ে ১০টার সময় এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুনাকের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস।

এসময় তিনি বলেন, ‘জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। জ্ঞান অর্জনের পাশাপাশি আল-কুরআন শিক্ষা করাও প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কিন্তু চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ও পার্শ্ববর্তী এলাকায় নারী ও শিশুদের জন্য পবিত্র কুরআন শিক্ষা প্রদানের জন্য নারী শিক্ষক না থাকায় নারী ও শিশুরা দীর্ঘদিন ধরে কুরআন শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। ফলে মাতা-পিতার সঠিক তত্ত্বাবধান, নৈতিক সুশিক্ষা ও ধর্মীয় অনুশাসনের অভাবে সমাজে প্রতিনিয়ত ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সামাজিক দায়বদ্ধতা থেকে চুয়াডাঙ্গায় নারী ও শিশুদের জন্য কুরআন শিক্ষা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে পুনাক।’

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুনাকের সহ-সভানেত্রী নাহিদা আক্তার, সাধারণ সম্পাদিকা জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তারসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স।

উল্লেখ্য, পুলিশ লাইন্স জামে মসজিদে সকল বয়সী পুরুষদের মসজিদভিত্তিক কুরআন শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এখন থেকে পুলিশ লাইন্স ও পার্শ্ববর্তী এলাকার নারী ও শিশুরা চুয়াডাঙ্গা পুনাকের উদ্যোগে প্রতিদিন সকালে মহিলা শিক্ষক দ্বারা পরিচালিত কুরআন শিক্ষার সুযোগ পাবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network