২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনের জেল-জরিমানা

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

মাদকদ্রব্যসহ আটক হওয়া তিন ব্যক্তি

চুয়াডাঙ্গা সদর উপজেলার পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৩ জনকে আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মমতাজ। বুধবার (১৮ই ডিসেম্বর ২০২৪) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানসূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মমতাজের নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপপরিদর্শক সাহারা ইয়াসমিন বিভাগীয় স্টাফসহ সদর উপজেলার কেদারগঞ্জ মালোপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় দুই পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ একই এলাকার মৃত অভি সেখের ছেলে রফিক সেখকে (৬০) আটক করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে সকাল ১১টার সময় একই টিম তালতলা পশুহাট পাড়ায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে সায়েদ হোসেনকে (৩৫) আটক করে। এছাড়া দুপুর ১২টার সময় তালতলা হকপাড়ায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ একই এলাকার মৃত খোকনের ছেলে অপুকে (৩৫) আটক করা হয়। তাদের দুজনকেই মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিন করে কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে চুয়াডাঙ্গা জেলা করাগারে প্রেরণ করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network