২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো শ্রীলঙ্কা

আপডেট: জুলাই ২, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

খেলাধুলা:: লঙ্কানরা আগেই জানতো রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে সুপার সিক্সে জয় পেলেই সবার আগে তারা নবম দল হিসেবে নিশ্চিত করবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপ বাছাই পর্বে স্বাগতিক জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা ৮ পয়েন্ট নিয়ে বাছাইয়ের ফাইনাল নিশ্চিত করেছে। যার মধ্য দিয়ে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বেও জায়গা করে নিয়েছে ১৯৯৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

ওয়ানডে সুপার লিগ থেকে ৮টি দল আগেই নিশ্চিত হয়ে গেছে। বাছাই পর্ব থেকে মূল পর্বে যাবে দুটি দল। চলমান সুপার সিক্স থেকে মূল পর্বে যাওয়ার লড়াইয়ে লঙ্কানরা ছাড়াও ছিল জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়েকে এখন বিশ্বকাপের মূল পর্বের জন্য শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে। তাদের পয়েন্ট ৬।

অন্যান্য ম্যাচে রান হলেও এই ম্যাচে সেভাবে রান পায়নি জিম্বাবুয়ে। ৩২.২ ওভারে ১৬৫ রানেই গুটিয়ে যায় তারা। তবে ছন্দে থাকা শন উইলিয়ামন ৫৭ বলে ৫৬ রান করেছেন। রাজা ৫১ বলে করেছেন ৩১। এই জুটিই মূলত স্বাগতিকদের টেনে নিয়েছে। নাহলে বাকি ব্যাটারদের ব্যর্থতায় তাদের অবস্থা আরও শোচনীয় হতে পারতো।

লঙ্কান স্পিনারদের আধিপত্য এই ম্যাচেও ছিল। ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন অফস্পিনার মাহিশ থিকশানা। ১৫ রানে ৩টি নিয়েছেন দিলশান মাদুশাঙ্কা। ১৮ রানে দুটি নিয়েছেন মাথিশা পাথিরানা।

জবাবে ওপেনার পাথুম নিসাঙ্কার সেঞ্চুরিতে ৩৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা জয় নিয়ে মাঠ ছেড়েছে। দারুণ শুরু করা শ্রীলঙ্কা ওপেনিং জুটিতে যোগ করেছে ১০৩ রান। দিমুথ করুনারত্নে ৩০ রানে ফিরলে ভাঙে জুটি। তার পর জয় পর্যন্ত সঙ্গ দেন কুশল মেন্ডিস। তিনি ২৫ রানে অপরাজিত ছিলেন। নিসাঙ্কার ১০২ বলের সেঞ্চুরিতে ছিল ১৪টি চার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network