আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে নানা অপরাধে চার ব্যাবসা প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯শে ডিসেম্বর ২০২৩ খ্রি.) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে মাংস, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মূল্যতালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ যাচাইকালে মেসার্স ইনা মাংসের দোকানে মুল্যতালিকা না থাকা ও যথাযথভাবে সংরক্ষণ না করে মাংস বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ইনামুল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স কবির স্টোরের মালিক কবির হোসেনকে যথাযথভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ এবং মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে একই আইনে ৬ হাজার টাকা, মেসার্স নজরুল স্টোরের মালিক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা ও মেসার্স সেলিনা স্টোরের মালিক জাকির হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি টিম অভিযান পরিচালনায় সহোযোগিতা করেন। সজল আহম্মেদ আরও জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।

