২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম

জীবননগরে ভ্রাম্যমাণ অভিযান, অবৈধ ড্রিংকস বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট: এপ্রিল ১২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে অবৈধ ড্রিংকস বিক্রি করার অপরাধে রত্না সুপার ড্রিংকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১২ই এপ্রিল ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাশীপুর মাঠপাড়ায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জীবননগর উপজেলার কাশীপুর মাঠপাড়া এলাকায় অবৈধ ড্রিংকস বিষয়ে তদারকি করা হয়। এসময় অবৈধ ড্রিংকস বিক্রি করার জন্য ইস্রাফিল হোসেনের প্রতিষ্ঠান রত্না সুপার ড্রিংকসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় ১৮ কার্টুন (৪ হাজার ৩২০ পিস) ড্রিংকস।

এছাড়া সংশ্লিষ্ট ব্যবসায়ীকে যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণপূর্বক মানসম্মত ড্রিংকস তৈরি ও বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network