২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

জীবননগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

আপডেট: আগস্ট ২০, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামী, জীবননগর উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৯শে আগস্ট ২০২৪) বিকেলে পৌরশহরের থ্রি স্টার রেস্টুরেন্টের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, প্রায় ১৬ বছর পর আজ মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে জনমানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। তিনি বলেন, সরকার পতনের পরপরই কিছু অনাকাঙ্ক্ষিত, অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে জামায়াতের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সকল নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছে। পরাজিত দলের একটি পক্ষ ফায়দা লুটার জন্য এলাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে। তাদের এমন অপতৎপরতা রোধে সবাইকে সতর্ক থাকবে হবে। জামায়াতের নেতাকর্মীরা দেশকে ভালবাসে, দেশের মানুষকে ভালবাসে। তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের উপর যাতে কেউ কোনো প্রকার হামলা করতে না পারে এবং ধর্মীয় উপসনালয়ে হামলা না হয় সেজন্য জীবননগর জামায়াতের কর্মীরা সতর্ক রয়েছে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি মো. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা শুরা সদস্য মাওলানা মহিউদ্দীন প্রমুখ। এ সময় জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু, সহ-সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি রায়হান, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম, সহসভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মুতাসিন বিল্লাহসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াত নেতৃবৃন্দ। সভার শেষে সাংবাদিকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং জীবননগর বাসস্ট্যান্ডে গাছের চারা রোপণ করা হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network