২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

দামুড়হুদায় ভ্রাম্যমাণ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

আপডেট: মার্চ ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৫ই মার্চ ২০২৫) সকাল সোয়া ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় অভিযান পরিচালিত হয়। পরিচালিত অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান, শিশুখাদ্য, বেকারি প্রভৃতি প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় সফট ড্রিংসে উৎপাদন সংক্রান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকা, ক্রয় সংক্রান্ত কোনো কাগজপত্র না থাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার কারণে আবুল কালামের প্রতিষ্ঠান মেসার্স কালাম স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণ ও নিন্মমানের ফ্লেভার ব্যবহার করার কারণে একই আইনের ৪৩ ধারা অনুসারে হাফিজুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স গাউছিয়া ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দকৃত ১৫০ বস্তা সফট ড্রিংস পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে মানসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ এবং মানসম্মত ও অনুমোদিত পানীয় ও শিশুখাদ্য ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network