বগুড়ায় ২ জন টিভি সাংবাদিককে হাত কড়া পরিয়ে থানায় নেওয়ায় বগুড়া পুলিশের এক এএসআইকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়ে। সোমবার এই ঘটনার বিবরন দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্ত্বী জানান, রোববার রাতে বগুড়া সদর থানার সামনে সময় ও ৭১ টেলিভিশনের ২জন সাংবাদিককে চিনতে না পেরে আটক করে হাত কড়া লাগায় এএসআই নিরঞ্জন। ঘটনা জানার সাথে সাথেই উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপে সময় টেলিভিশনের সাংবাদিক মাজেদ রহমান ও ৭১ ' এর শাজাহান বাবুর হাত কড়া খুলে দেওয়া হয়। দায়িত্বহীন আচরণের জন্য অভিযুক্ত এএসআইকে ক্ষমা চাইতে বলা হয়।পরে পুলিশ সুপারের নির্দেশে তাকে বগুড়া পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়।
বগুড়ায় ২ জন টিভি সাংবাদিককে হাত কড়া পরিয়ে থানায় নেওয়ায় বগুড়া পুলিশের এক এএসআইকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়ে।
সোমবার এই ঘটনার বিবরন দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্ত্বী জানান, রোববার রাতে বগুড়া সদর থানার সামনে সময় ও ৭১ টেলিভিশনের ২জন সাংবাদিককে চিনতে না পেরে আটক করে হাত কড়া লাগায় এএসআই নিরঞ্জন।
ঘটনা জানার সাথে সাথেই উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপে সময় টেলিভিশনের সাংবাদিক মাজেদ রহমান ও ৭১ ‘ এর শাজাহান বাবুর হাত কড়া খুলে দেওয়া হয়।
দায়িত্বহীন আচরণের জন্য অভিযুক্ত এএসআইকে ক্ষমা চাইতে বলা হয়।পরে পুলিশ সুপারের নির্দেশে তাকে বগুড়া পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়।