২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

বরগুনায় ভাড়া না পেয়ে ভাড়াটিয়ার ঘর থেকে ১ মণ চাল নিয়ে গেলেন বাড়িওয়ালা!

আপডেট: মে ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: ঘর ভাড়া দিতে না পারায় ভাড়াটিয়ার খাবার চাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বরগুনার এক বাড়ির মালিকের বিরুদ্ধে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

ভাড়াটিয়া ফারুকের অভিযোগ, চলমান এই লকডাউনে অসহায়ত্বের সুযোগে জোর করে তার ঘরে থাকা এক মণ চাল নিয়ে গেছেন বাড়ির মালিক।তবে বাড়ির মালিক সরোয়ার মোল্লা এ অভিযোগ অস্বীকার করেছেন।

ভাড়াটিয়া ফারুক বলেন, আমি একজন পরিবহন শ্রমিক। চলমান পরিস্থিতিতে বাস চলাচল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছি। এজন্য মার্চ ও এপ্রিল দুই মাসের মোট তিন হাজার টাকা ভাড়া পরিশোধ করতে পারিনি। তবে মালিকের কাছে অগ্রিম ১৫শ’ টাকা ভাড়া দেয়া ছিল।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে এক মাসের টাকার জন্য তিনি আমার বাসায় আসেন। সে সময় আমার অসহায়ত্বের কথা তাকে খুলে বলি। তাকে জানাই আমার ঘরে চাল ছাড়া কিছুই নেই। পরে টাকা না পেয়ে আমার এক মণ চাল তিনি নিয়ে যান।

তবে চালের দাম ১৬শ’ টাকা নির্ধারণ করে একশ টাকা মালিক তাকে ফেরত দিয়ে যান বলেও জানান ফারুক।

এ বিষয়ে বাড়ির মালিক সরোয়ার মোল্লা গণমাধ্যমকে বলেন, ভাড়াটিয়া ফারুক স্বেচ্ছায় ঘর ভাড়ার পরিবর্তে আমাকে চাল দিয়েছেন। তাই আমি চাল নিয়েছি। ঘর ভাড়া কিংবা ভাড়ার পরিবর্তে চাল নেয়ার জন্য আমি তাকে কোনো প্রকার চাপ প্রয়োগ করিনি।বরগুনার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া বাসচালক ফারুকের সঙ্গে যা ঘটেছে এর থেকে নির্মম আর কিছু হতে পারে না। আমরা এ ঘটনায় অভিযুক্ত ঘর মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বাসা ভাড়ার পরিবর্তে ভাড়াটিয়ার ঘরের চাল নিয়ে যাওয়ার বিষয়টি আমরা শুনেছি। এ ঘটনার তদন্ত শুরু করেছি। সত্যতা পেলে ঘর মালিকের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, জেলাজুড়ে আমাদের খাদ্য সহায়তা কার্যক্রমসহ নগদ অর্থ সহায়তা প্রদান চলমান। বাসচালক ফারুকসহ অন্য চালকদের সহায়তায় জেলা প্রশাসন এগিয়ে আসবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network