২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম

বরিশালের লক্ষ্য ১৫১ কোয়ালিফায়ারে যেতে

আপডেট: ডিসেম্বর ১৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বঙ্গবন্ধু টি-২০ কাপের এলিমিনেটরে মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয়ার লক্ষ্যে ম্যাচটিতে লড়ছে দুই দল। গুরুত্বপূর্ণ এ ম্যাচে প্রথমে ব্যাট করে মধ্যম মানের সংগ্রহ পেয়েছে ঢাকা। নির্ধারিত ২০ ওভারে দলটির সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৫০ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল। ঢাকার হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন নাঈম শেখ ও সাব্বির রহমান। শুরুতেই ৩ উইকেট হারায় ঢাকা। নাঈম ৫ ও সাব্বির ৮ রান করলেও খাতা খোলার আগে সাজঘরে ফেরেন আল আমিন জুনিয়র।

এমতাবস্থায় ৫০ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি। ঢাকার অধিনায়ক ফেরেন ৪৩ রানে। তার জায়গায় নামা আকবর আলি করেন ২১ রানে।

শেষদিকে মুক্তার আলীকে সঙ্গে নিয়ে ঢাকাকে এগিয়ে নেন ইয়াসির। শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি করেন ৫৪ রান। মুক্তার আলী ৬ রানে অপরাজিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network