২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে ২ ঘণ্টার ব্যবধানে দুই জনের মৃত্যু

আপডেট: এপ্রিল ৩০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত এক পুরুষ রোগীর (৫০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বাউফলের কালীশুরীর ওই রোগীর মৃত্যু হয়। এর প্রায় আড়াই ঘণ্টা পর একই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরেক নারী (২৬) রোগীর মৃত্যু হয়েছে। তবে ওই নারী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীর বাউফলের কালীশুরীর ওই ব্যক্তি (হালিম বক্স) গত ২২ এপ্রিল হাসপাতালে ভর্তি হলে তাকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ হলে তাকে করোনা ওয়ার্ডের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
করোনা পজেটিভ রোগীর মৃত্যুর বিষয়টি সংশ্লিস্ট জেলা প্রশাসনকে অবহিত করার হয়েছে বলে পরিচালক জানান।

এদিকে, একই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে আরও এক নারী রোগীর (২৬) মৃত্যু হয়েছে। পটুয়াখালী সদর উপজেলার হাজীখালী এলাকার বাসিন্দা ওই নারী গত বুধবার (২২ এপ্রিল) জ্বর-সর্দি-কাঁশি নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হলে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়। তবে ওই নারীর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network