২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

বাকি রইল একমাত্র ডাউন চিত্রা এক্সপ্রেসের যাত্রাবিরতি

আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গা জেলার গুরুত্বপূর্ণ একটি রেলস্টেশন দর্শনা হল্ট। এই রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৬৪ ডাউন চিত্রা এক্সপ্রেস বাদে অন্যান্য সকল আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেন যাত্রাবিরতি করে। শুধুমাত্র ডাউন চিত্রা এক্সপ্রেস দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি না করায় দর্শনা ও জীবননগর অঞ্চলের যাত্রীদের গভীর রাতে চুয়াডাঙ্গা স্টেশনে নেমে সকাল পর্যন্ত প্লাটফর্মেই অবস্থান করা লাগে। সেখান থেকে সড়ক পথে বাড়ি ফিরতে গুণতে হয় অতিরিক্ত টাকা। তবে একই ট্রেন ঢাকায় যাওয়ার সময় কিন্তু দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি করে অনেক আগে থেকেই।

খুলনা-চিলাহাটির মধ্যে চলাচলকারী সীমান্ত এক্সপ্রেস এবং খুলনা-ঢাকার মধ্যে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস সীমান্তঘেঁষিত এলাকা হওয়ায় নিরাপত্তাজনিত কারণে একসময় দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি করত না। পরবর্তীতে সীমান্ত এক্সপ্রেস দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি শুরু করে। কিন্তু ঢাকা-খুলনার মধ্যে চলাচলকারী ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চলতি বছরের ২রা অক্টোবর থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস দর্শনা হল্ট স্টেশনে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি শুরু করে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস আগে থেকেই দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি করত। আপ সুন্দরবন এক্সপ্রেস ও ডাউন চিত্রা এক্সপ্রেসের দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতির দাবি একসাথে করা হলেও শুধুমাত্র সুন্দরবন এক্সপ্রেসের যাত্রাবিরতি বাস্তবায়িত হয়েছে। এখনও বাস্তবায়ন হয়নি ডাউন চিত্রা এক্সপ্রেসের যাত্রাবিরতি।

দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল জানান, ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি দাবির দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে গত ২রা অক্টোবর থেকে সুন্দরবন এক্সপ্রেস দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে। অতিশ্রীঘ্রই খুলনাগামী চিত্রা এক্সপ্রেসও দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে রেল কর্তৃপক্ষ। ছাত্রপ্রতিনিধিসহ আমরা যারা দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম তারা এ বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছি।

উল্লেখ্য, সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস বর্তমানে পদ্মা সেতু রুট ব্যবহার করে ঢাকায় চলাচল করলেও চিত্রা এক্সপ্রেস এখনও যমুনা সেতু রুট হয়ে ঢাকায় যাওয়া আসা করে। ফলে চুয়াডাঙ্গা জেলাবাসীর জন্য পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জয়দেবপুর যাওয়া-আসা করার একমাত্র ট্রেন এখন চিত্রা এক্সপ্রেস।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network