২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
হিজলা-মেহেন্দিগঞ্জের প্রান্তিক ভোটাররা ঝুঁকছেন দাঁড়িপাল্লার দিকে বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা: ডা. শফিকুর রহমান গৌরনদী বার্থী ইউনিয়নে জহির উদ্দিন স্বপনের ব্যাপক গণসংযোগ বাকেরগঞ্জের ইউএনও, সার্কেল এএসপি ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের প্রত্যাহারের দাবি ভোলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩ বানারীপাড়ায় সেনাবাহিনীর হাতে দণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ের খাবার সঠিক সময়ে পাচ্ছেনা, অভিভাবক ও শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ খাগড়াছড়িতে জব ফেয়ার উদ্বোধন ও কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে সেমিনার কর্মস্থলে থাকেননা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও

বাকেরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই: জহিরুল হক তুহিন

আপডেট: জানুয়ারি ২১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন
৪৩

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: নিজ এলাকার উন্নয়ন নিয়ে বরাবরই চিন্তা করেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও বাকেরগঞ্জ ন্যায় সংঘ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান টিএম জহিরুল হক তুহিন। তিনি শুধু নিজের ব্যবসা বাণিজ্য কিংবা পরিবারের দায়িত্ব পালন করেই থেমে থাকেন না; বরং সবসময় ভাবেন, কিভাবে তার জন্মভূমির মানুষ একটু ভালোভাবে বাঁচতে পারে। কিভাবে বাকেরগঞ্জ উপজেলার উন্নয়ন করা যায়।

বাকেরগঞ্জ উপজেলার স্কুল-কলেজের উন্নয়ন, সড়ক-মেরামত, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কিংবা সাধারণ মানুষের মৌলিক সমস্যা সমাধান প্রতিটি বিষয়েই তিনি যথেষ্ট আন্তরিক। সহকর্মী ও এলাকাবাসীর মতে, নিজের এলাকার প্রতি জহিরুল হক তুহিনের টান ও দায়বদ্ধতা অসাধারণ।

এলাকা নিয়ে তার পরিকল্পনা ও বিভিন্ন সময় তার ফেসবুক পোস্টে প্রকাশ পায় এলাকার উন্নয়নে তার আগ্রহ ও আত্মনিবেদন। এলাকার অনেকেই বলছেন, এ যেন একজন ভালো মানুষের জীবনের অন্যতম গুন, যেখানে নিজের এলাকা নিয়েই তিনি সর্বদা ভাবেন।

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস জানান, দেশের সাংস্কৃতিক অঙ্গনে অগ্নিসংরার সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান টিএম জহিরুল হক তুহিন রয়েছে নীরব পদচারনা। তিনি একজন দায়িত্বশীল, সততা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর স্থানীয়রা তাকে মনে করেন এলাকার অতি আপনজন।

সাংবাদিকদের সাথে আলাপকালে জহিরুল হক তুহিন জানান, বাকেরগঞ্জ উপজেলায় তৃণমূলে রাস্তা ভাঙন, নদী ভাঙ্গন ও জলাবদ্ধতা দূরীকরণে উন্মুক্ত রেখেছেন নিজ অফিসের দরজা। সমস্যা শুনে সমাধানের চেষ্টা করবেন সাধ্যমত। যতদিন তিনি বেঁচে থাকবেন, আজীবন বাকেরগঞ্জ উপজেলাবাসীর সেবা করে যাবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network