আপডেট: এপ্রিল ২৬, ২০২০
আপডেট নিউজ:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাগ্নেদের হামলায় মামা আপাং তালুকদার (৩৫) নিহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘূণী গ্রামে তাকে বেদম পিটিয়ে আহত করে ভাগ্নেরা। বেলা ১টার দিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতারে তার মুত্যু ঘটে। আপং তালুকদার কবাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হোসেন তালুকদার ওরফে সোনা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে সৎ বোনের ছেলে রাজু ও রাসেলের সঙ্গে আপাং তালুকদারের দির্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সম্প্রতি বিরোধীয় জমিতে রান্নাঘর তোলা নিয়ে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। রোববার সকাল ৮টার দিকে আপাং শিয়ালঘুনির নিজ বাড়ি থেকে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথে ভাগ্নে রাসেল ও রাজুসহ অন্যান্যরা আপাংকে কৌশলে ডেকে ঘরে নিয়ে যায়। সেখানে জমির ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আপাংকে শাবল দিয়ে উপর্যপুরি পিটিয়ে আহত করা হয়।
খবর পেয়ে প্রতিবেশীরা আপাংকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরন করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রান্না ঘরে চাল দেয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যকান্ডের ঘটনা ঘটেছে। পুলিশ প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিচ্ছে। এ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ নিয়ে কেউ আসেননি।

