২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬

বাকেরগঞ্জে লকডাউনকৃত ২৫টি পরিবারের মাঝে ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরন

আপডেট: এপ্রিল ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::  আজ শুক্রবার বাকেরগঞ্জে লকডাউনকৃত ২৫টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করেছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও গারুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন পলাশ খানের অর্থায়নে এ কার্যক্রম পরিচালনা করেন গারুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলকাস হোসেন, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম রিজু এবং ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান (আশিক) উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের এমন ইতিবাচক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এবং স্থানীয়রা।
এ সময় প্রত্যেকটি পরিবারকে ০৫ কেজি চাল, ০২কেজি আলু, ০১ কেজি মসুর ডাল, ০১ কেজি পেঁয়াজ, ০১ লিটার তীর সয়াবিন তেল, ০১ প্যাকেট বিস্কুট এবং ০১টি সাবান প্রদয়ন করেন তারা।

এছাড়াও ইতোপূর্বে তার ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নব্যপী বাজারে বাজারে লিফলেট, মাস্ক, স্যানিটাইজার বিতরন এবং জীবানুনাশক স্প্রে করেছি গারুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য,বৈশ্বিক মহামারী করোনায় বরিশাল জেলায় প্রথম আক্রান্ত হন বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের জনাব বজলুর রহমান (৬৫)। তার শারিরীক অবস্থা উন্নতির দিকে।
করোনা ধরা পড়ার পরপরই উপজেলা প্রশাসন আক্রান্ত বজলুর রহমানের বাড়িসহ আশে পাশের ০৮ টি বাড়িকে লাল পতাকা দ্বারা চিহ্নিত করে শতভাগ লগডাউন করেন এবং সবাইকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ প্রদান করেন।

এ সম্পর্কে সাখাওয়াত হোসেন খান পলাশ বলেন, করোনা একটি বৈশ্বিক মহামারী। সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিরাপদে থাকতে হবে।
পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে হবে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি।
তিনি সকলকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network