মামুন-অর-রশিদ: বাকেরগঞ্জের বাদলপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আঃ জলিল হাওলাদার আর নেই । ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। আজ (বুধবার) বিকেল সাড়ে তিনটার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।বাদলপাড়া ঐতিহ্যবাহী হাজী বাড়ির কৃতি সন্তান আঃ জলিল। তার দুই ছেলেই পুলিশে চাকুরী করেন।বড় ছেলে জসিম উদ্দিন এপিবিএন বরিশাল এবং ছোট ছেলে পটুয়াখালী জেলা পুলিশের এএসআই পদে কর্মরত। সম্প্রতি জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি। গত ১৩ জুলাই ডাক্তার দেখাতে বরিশাল যেতে চাইলে ছোট ছেলেকে খবর দেন তিনি। কিন্তু অনেক চেস্টা করেও এএসআই ওয়াসিম ছুটি নিতে পারেননি। ফলে বাবার অন্তিম সময়ে শেষ দেখাটাও আর হলোনা।পূরণ করতে পারলেননা জন্মদাতা বাবার শেষ ইচ্ছাটাও। এমন মর্মান্তিক ঘটনায় এলাকার...
মামুন-অর-রশিদ: বাকেরগঞ্জের বাদলপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আঃ জলিল হাওলাদার আর নেই । ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন।
আজ (বুধবার) বিকেল সাড়ে তিনটার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।বাদলপাড়া ঐতিহ্যবাহী হাজী বাড়ির কৃতি সন্তান আঃ জলিল। তার দুই ছেলেই পুলিশে চাকুরী করেন।বড় ছেলে জসিম উদ্দিন এপিবিএন বরিশাল এবং ছোট ছেলে পটুয়াখালী জেলা পুলিশের এএসআই পদে কর্মরত।
সম্প্রতি জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি। গত ১৩ জুলাই ডাক্তার দেখাতে বরিশাল যেতে চাইলে ছোট ছেলেকে খবর দেন তিনি। কিন্তু অনেক চেস্টা করেও এএসআই ওয়াসিম ছুটি নিতে পারেননি। ফলে বাবার অন্তিম সময়ে শেষ দেখাটাও আর হলোনা।পূরণ করতে পারলেননা জন্মদাতা বাবার শেষ ইচ্ছাটাও। এমন মর্মান্তিক ঘটনায় এলাকার প্রতিবেশীরাও খুবই মর্মাহত।