২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬

ভুয়া ফেসবুক পেইজ খুলে প্রতারণা, কঠোর হচ্ছে পুলিশ

আপডেট: এপ্রিল ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ পুলিশের নামে ভুয়া ফেসবুক পেইজ খুলে প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ জাতীয় পুলিশ লেখা পেইজে প্রতারণা করা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে প্রমাণও পেয়েছে পুলিশ সদর দপ্তর। এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশের নামে খোলা ফেক পেইজ ও গ্রুপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি -মিডিয়া) সোহেল রানা বলেন, বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক: ww.facebook.com/BangladeshPoliceOfficialPage। এই পেজইটির বাইরে বাংলাদেশ পুলিশের অন্য কোনো ফেসবুক পেইজ নেই। কিন্তু ইদানিং কিছু অসাধু ব্যক্তি/প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশের নাম কিংবা লোগো ব্যবহার করে ‘বাংলাদেশ পুলিশ’ নামে কিংবা বাংলাদেশ পুলিশ নামের কিছু অংশ ব্যবহার করে ফেক পেজ বা গ্রুপ খুলেছেন। অনেকেই ওইসব ফেক পেইজকে বাংলাদেশ পুলিশের আসল পেইজ মনে করে যেমন লাইক-শেয়ার দিচ্ছেন, তেমনি ওইসব পেইজে দেওয়া নানা প্রলোভনে পড়ে বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছেন।

এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করে এআইজি সোহেল রানা বলেন, এ ধরনের কোনো ফেক পেইজ কারও চোখে পড়লে সেই পেইজের লিংক বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের মেসেঞ্জারে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।এমন ফেক পেজ, গ্রুপ ও সাইট খোলা বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের ফেক ও অননুমোদিত পেইজ, গ্রুপ ও সাইট অনতিবিলম্বে বন্ধ করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরো জানান, ইতিমধ্যেই এসব ফেক পেজ, গ্রুপ ও সাইট খুঁজে বের করে সেগুলোর অ্যাডমিনসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network