২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সংকট কাটিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট: এপ্রিল ৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধি ।। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, করোনার সংক্রমণ এড়াতে দেশে অঘোষিত লকডাউন চলছে। এতে কর্মহীন মানুষ কিছুটা দুর্ভোগে পরতে পারে। এজন্য সরকার ওইসব মানুষের সহায়তায় সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন মানুষকে কষ্টে থাকতে দেবেন না। এ জন্য তিনি সরকারের পাশাপশি সামর্থ্যবান মানুষদের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহবান করেছেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাঙালী জাতির কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে। আমার বিশ্বাস, সাময়িক এই সংকট কাটিয়ে দ্রæতই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।

শনিবার সকালে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজের দ্বিতীয় তলায় করোনা ভাইরাস সনাক্তের পিসিআর মেশিন বা ল্যাব স্থাপনকৃত কক্ষের কাজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, মাইক্রোবায়োলজি বিভাগে ল্যাব স্থাপনের লক্ষ্যে কক্ষ সংস্কারের কাজ প্রায় শেষের দিকে। সবাই আন্তরিকতার সাথে কাজ করেছেন। রবিবার সিলেট থেকে বিশেষজ্ঞরা বরিশালে আসবেন।

তারা পিসিআর মেশিন স্থাপন ও পরবর্তীতে এর কার্যক্রম শুরু করবেন। আশা করছি, আগামী মঙ্গলবারের মধ্যে ল্যাবের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা সম্ভব হবে।এসময় প্রতিমন্ত্রীর সাথে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসিত ভূষন দাস, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেনসহ চিকিৎসক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network