২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চরফ্যাশনে দোয়া মাহফিল

আপডেট: জানুয়ারি ৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি : বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চরফ্যাশনে উপজেলা মটর সাইকেল ওয়ার্কশপ মালিক সমিতির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৫ জানুয়ারি) বাদ মাগরিব শরীফ পাড়া মটর সাইকেল ওয়ার্কশপ মালিক সমিতির কার্যালয়ে উপজেলা মটর সাইকেল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নুর হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদ, পৌর শ্রমিক দলের সভাপতি শাজাহান ফরাজী,সিনিয়র সহ-সভাপতি নুরু সাজি, মটর সাইকেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল প্রমুখ।
মিলাদ শেষে আল্লাহর কাছে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বি,আর,ডিবি জামে মসজিদের পেশ ইমাম।
দোয়া ও মিলাদ মাহফিলে মটর সাইকেল ওয়ার্কশপ এর কয়েকশ মালিক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network