২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

‘আগামী নির্বাচনে কাকে সমর্থন দেবো জনগণের মত নিয়ে তা ঠিক করা হবে’

আপডেট: মে ১১, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা রয়েছে। যদি শক্তি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে জনগণের মতামত নিয়ে কাকে সমর্থন দেবো তা ঠিক করা হবে।’

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বরিশাল বিমানবন্দর সংলগ্ন সড়কে পথসভায় তিনি ‍এ কথা বলেন।জি এম কাদের বলেন, ‘সংবিধান নিয়ে যে নাটক চলছে তা থেকে দেশের মানুষকে মুক্তি দিতে চাই। মানুষ মরে যাচ্ছে সেদিকে খেয়াল নেই, সংবিধান নিয়ে কামড়াকামড়ি চলছে।’আওয়ামী লীগকে উদ্দেশ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘আপনারা ক্ষমতায় এলে এমন কাজ করেন যার ফলে জনগণের কাছে ভোট চাইতে সাহস হয় না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জি এম কাদের বলেন, ‘আগে তিনি বলেছিলেন, দরকার হলে সারাজীবন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। ওই সময় জাতীয় পার্টি চেয়েছিল নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু জায়গায় দাঁড়াক। যেখানে দাঁড়ালে নির্বাচন নিয়ে নাটক বন্ধ হবে। এখন নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চাচ্ছে বিএনপি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের নির্বাচিত করতে ইভিএম চালু করেছে। ইভিএমে জনগণ ভোট যেখানেই দিক সরকার যাকে চাইবে তিনি নির্বাচিত হবেন। জনগণ আওয়ামী লীগকে বিশ্বাস করছে না, তাদের ওপর আস্থা রাখতে পারছে না।’

বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পথসভায় সভাপতিত্ব করেন দলটির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু। বক্তব্য দেন মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসসহ অন্যরা।

পথসভার শেষ পর্যায়ে দলের জি এম কাদের বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ‍ইকবাল হোসেন তাপসকে পরিচয় করিয়ে দেন। তাকে ভোট দেয়ার ‍আহ্বান জানান।

এদিকে, পথসভা শেষে জি এম কাদেরের গাড়ি বহরের পেছনে থাকা শতাধিক মোটরসাইকেলের বহর নগরীর সীমান্তবর্তী এলাকায় আটকে দেয় পুলিশ। সিটি করপোরেশন নির্বাচনের আচরনবিধি লঙ্ঘন হওয়ায় তাদেরকে নগরীতে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা সূত্র।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network