আপডেট: মে ৮, ২০২০
জিয়া উদ্দিন সিদ্দিকী:: আমতলীতে ১৪ প্রতিবন্ধির মাঝে নগদ অর্থ বিতরণ বৃহস্পতিবার বরগুনার আমতলীতে জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশন কর্তৃক দেয়া অর্থ উপজেলা প্রশাসনের উদ্যোগ ১৪ প্রতিবন্ধির মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ইউএনও মনিরা পারভীন বৃহস্পতিবার উপজেলা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এ নগদ অর্থ বিতরণ করেন।
প্রতিবন্ধীদের হাতে জনপ্রতি ১ হাজার টাকা তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন ও আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা।

