আলেম সমাজকে কিছু মানুষ যে ভাষায় আক্রমণ করছেন তা দুঃখজনক: আসিফ নজরুল
আপডেট: নভেম্বর ৩০, ২০২০
ফেইসবুক শেয়ার করুন
আলেম সমাজকে কিছু মানুষ যে ভাষায় আক্রমণ করছেন তা দুঃখজনক: আসিফ নজরুল
আপডেট:
Photo Card
Preview
আলেম সমাজকে কিছু মানুষ যে ভাষায় আক্রমণ করছেন তা দুঃখজনক: আসিফ নজরুল
অনলাইন ডেস্ক:: কোনটা ভাস্কর্য, কোনটা মূর্তি এ নিয়ে কারো বক্তব্য থাকতে পারে। এ নিয়ে কোরআন-হাদীসের ব্যাখ্যাও দিতে পারেন কেউ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ব্যাখ্যাটা দিতে হবে ভালো করে জেনে। অতি সামান্য কিছু পড়ে বা এর-তার থেকে শুনে মনমতো ব্যাখ্যা দেয়ার বিষয় এটি না। এ বিষয়ে কথা বলতে গিয়ে দেশের আলেম সমাজকে কিছু মানুষ যে ভাষায় আক্রমণ করছেন তা অত্যন্ত দুঃখজনক। আমাদের কথা বলতে হবে কারো বক্তব্য নিয়ে। বক্তব্যের উত্তর দেয়ার নামে বক্তার চরিত্রহনন বা তাকে হুমকি দেয়া অপরাধমূলক কাজ। রাজনৈতিক মহল, নাগরিক সমাজ, আলেম সমাজ সবার উচিত সকল প্রকার উস্কানিমূলক বক্তব্য পরিহার করা। (ফেসবুক থেকে সংগৃহীত)
২
অনলাইন ডেস্ক:: কোনটা ভাস্কর্য, কোনটা মূর্তি এ নিয়ে কারো বক্তব্য থাকতে পারে। এ নিয়ে কোরআন-হাদীসের ব্যাখ্যাও দিতে পারেন কেউ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ব্যাখ্যাটা দিতে হবে ভালো করে জেনে। অতি সামান্য কিছু পড়ে বা এর-তার থেকে শুনে মনমতো ব্যাখ্যা দেয়ার বিষয় এটি না।
এ বিষয়ে কথা বলতে গিয়ে দেশের আলেম সমাজকে কিছু মানুষ যে ভাষায় আক্রমণ করছেন তা অত্যন্ত দুঃখজনক।
আমাদের কথা বলতে হবে কারো বক্তব্য নিয়ে। বক্তব্যের উত্তর দেয়ার নামে বক্তার চরিত্রহনন বা তাকে হুমকি দেয়া অপরাধমূলক কাজ। রাজনৈতিক মহল, নাগরিক সমাজ, আলেম সমাজ সবার উচিত সকল প্রকার উস্কানিমূলক বক্তব্য পরিহার করা।