২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম

আহত শ্রমিক রুহুল আমীনের পাশে তালতলী ইমারত শ্রমিক ইউনিয়নের আর্থিক সহায়তা

আপডেট: জানুয়ারি ২১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

তালতলী বরগুনা প্রতিনিধি::কাজ করা অবস্থায় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েন ইমারত শ্রমিক ইউনিয়নের সদস্য শ্রমিক রুহুল আমীন।
দুর্ঘটনার পর তার চিকিৎসা ও পারিবারিক দুরবস্থার কথা বিবেচনা করে ইমারত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শ্রমিকের শারীরিক অবস্থার অবনতি হলে ইউনিয়নের উদ্যোগে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। পাশাপাশি শ্রমিকের খোঁজ নিতে ও মানসিক সাহস জোগাতে ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ রুহুল আমীনের বাড়িতে যান।

এ সময় উপস্থিত ছিলেন ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাচ্চু, সহ-সভাপতি মো. খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ কাওসার, কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম এবং প্রচার সম্পাদক আবু কালাম।

ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন, শ্রমিকদের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল দায়িত্ব। রুহুল আমীনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে বরিশালে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও ইউনিয়ন তার পাশে থাকবে।
আহত শ্রমিক রুহুল আমীনের পক্ষে তার স্ত্রী বকুল বেগম বলেন, এই দুর্ঘটনার পর আমরা চরম সংকটে পড়ে যাই। ইমারত শ্রমিক ইউনিয়নের আর্থিক সহায়তা ও চিকিৎসার ব্যবস্থা আমাদের জন্য বড় ভরসা। আমরা ইউনিয়নের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ।ইউনিয়নের নেতৃবৃন্দ আহত শ্রমিক রুহুল আমীনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং শ্রমিকদের কল্যাণে ইমারত শ্রমিক ইউনিয়নের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network